প্রকাশিত: জুন ৯, ২০২৪
সাতক্ষীরা প্রতিনিধি:
মধু মাস উৎযাপন করলো সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় । টেবিলের উপর থরে থরে সাজানো ২৮ প্রকারের দেশি ফল। এ যেন এক অন্যান্য আয়োজন। মধু মাস উৎযাপন উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে স্কুলের প্রাঙ্গনে আম, জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলের ডালি সাজানো হয়। শিক্ষার্থী থেকে অতিথি সকলেই সারিবদ্ধভাবে পছন্দ মত ফল সংগ্রহ করে খাচ্ছেন।
আজ রবিার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন জ্যৈষ্ঠমাস বাঙালির কাছে মধুমাস হিসেবেই পরিচিত। এই মাসে আম, জাম, লিচু, কাঠালসহ অন্যান্য নানা ফলের সমারহ ঘটে। স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ব্যতিক্রমী এ আয়োজনে উচ্ছাস প্রকাশ করেন। আগামীতে আরো বড় পরিসরে মধুমাস উৎযাপন করার চেষ্টা থাকবে।