১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:১৩

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

এক হাসপাতালে একদিনেই ১১ সিজারে বাচ্চা প্রসব

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতীতের রেকর্ড ভেঙে একদিনে ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) বেলা ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অপারেশনে ১১ জন গর্ভবতী মায়ের ১১ জন বাচ্চা ভূমিষ্ঠ হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, মোংলায় সপ্তাহে শুধুমাত্র সোমবার রুটিন অপারেশন চালু রয়েছে। একদিনে করা অপারেশনের রেকর্ড ভেঙে ১১ জন গর্ভবতী মায়ের সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে।

তিনি বলেন, যেহেতু একদিন মাত্র অপারেশন চালু রাখা সম্ভব হয়েছে, তাই ওইদিন যত রোগী আসে কিংবা ইমারজেন্সি সিচুয়েশন তৈরি হয়, সেই রোগীদের যথাসাধ্য চেষ্টা করা হয় অপারেশন করার। গতকাল বিলম্বিত প্রসব নিয়ে রোগী ভর্তি ছিলেন পাঁচজন, পূর্বে সিজারিয়ান সেকশনের ইতিহাস নিয়ে রোগী ভর্তি ছিলেন দুইজন। গর্ভবতী মায়ের পানি ভেঙ্গে যাওয়া এবং সন্তানের নড়াচাড়া কম বুঝতে পাওয়া এবং ডেলিভারি ডেট অতিক্রম হয়ে যাওয়া পোস্ট ডেটেড প্রেগনেন্সি রোগী ছিলেন চারজন। মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন একজন যার পূর্বে সিজারের সেকশনের ইতিহাস ছিল।

ডাঃ মোঃ শাহীন আরও বলেন, কনকনে শীতে সব রোগীদের ভরসা এবং শেষ আশ্রয়স্থল ছিল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এরকম বৈরী আবহাওয়ার ভিতরে সকল মা ও বাচ্চার কথা মাথায় রেখে সীমিত জনবল ও যন্ত্রপাতি নিয়েই ঝুঁকিপূর্ণ সকল অপারেশন সাফল্যের সাথে সম্পন্ন হয়। মা এবং বাচ্চা সবাই ভালো আছে, সুস্থ আছে। সফল এই অপারেশনে ডাঃ সিরাজুম মুনিরা, আফসানা নাইম, নুরজাহান নিশাদ, ডাঃ আল মামুনসহ নার্সিং কর্মকর্তা বিউটি সরকার ও ওয়ার্ড বয় সুমন হোসাইন এবং প্রান্ত মন্ডল সহযোগিতা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন