প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩
তথ্য প্রতিবেদক : গরুর ফার্মের আড়ালে ভারত থেকে স্বল্প দামে অবৈধভাবে অস্ত্র কিনে করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন যশোরের শার্শার কুখ্যাত নাসির উদ্দিন ওরফে পিস্তল নাসির (৪০)। একই সঙ্গে চালাতেন সোনা ও মাদকের কারবারও। গড়ে তুলেছিলেন বড় ধরনের একটি সিন্ডিকেট। কিন্তু সেই অস্ত্রসহ তাকে গ্রেফতার হতে হয়েছে।
র্যাব-৬ এর লেঃ কমান্ডার ফিরোজ কবির এক প্রেসব্রিফিং এর অস্ত্রসহ নাসিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার তাকে গ্রেফতার করা হয় বলেও জানান কমান্ডার ফিরোজ কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে কুখ্যাত মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীন ওরফে পিস্তল নাসিরকে ম্যাগজিনসহ ২ টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
সে স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ক্রয় করে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় অস্ত্র, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।