৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৮

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৫ যাত্রী।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়নী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে খুলনার ফুলতলা যাচ্ছিল।

পথে কা‌শিয়ানীর মাঝিগাতীতে পৌঁছালে বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে মারা যান। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত আটজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
ইমাদ প‌রিবহ‌নের যাত্রী তন্ময় বসু জা‌নি‌য়ে‌ছেন, বাস দু‌টি ওভার‌টেক করার কার‌ণে মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন