১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৪৮

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে দুই বাংলাদেশী নিহত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের খৈতলার বিপরীতে ভারতের দুবলী এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তে পৃথক ঘটনায় তাঁরা নিহত হন। বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কালিয়ানী সীমান্তে নিহত আবু হাসান (২৭) দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে। আর বলদিয়া সীমান্তে নিহত গরু ব্যবসায়ী মুনতাজ হোসেন (৪০) মৃত নজরুল ইসলামের ছেলে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, নিহত আবু হাসান চোরাকারবারির কাজ করত। তাঁর বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। আবু হাসানের পেটের একপাশে গুলি লেগে অপর পাশ ছিদ্র করে বের হয়ে গেছে। তবে, বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে।

অপরদিকে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী মুনতাজ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আলম। তিনি জানান, ভারত থেকে অবৈধ উপায়ে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মুনতাজ মারা গেছেন। তাঁর মরদেহ দেশে ফেরত আনতে বিজিবিকে অনুরোধ করা হয়েছে।

বিজিবি-৬-এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘আমিও এমন খবর শুনেছি। তবে নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি এবং বিএসএফের পক্ষ থেকে কর্মকর্তারা পরিষ্কারভাবে কিছুই জানাননি। জানতে পারলে আপনাদেরকে জানানো হবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন