২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:০৬

বেনাপোল এনএসআইয়ের অভিযান,ভারতে পাচারের সময় ৩ পিস স্বর্ণেরবার সহ আটক ২ ।

প্রকাশিত: মে ২৫, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৩ পিস স্বর্ণেরবার সহ
ফাহাদ উজ জামাল খান ও মোঃ নানটু খান নামে দুই স্বর্ন পাচারকারীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই।বুধবার সকালে ইমিগ্রেশন ভবনের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।আটকের সময় শুল্ক গোয়েন্দাও উপস্থিত ছিলেন।

আটকরা হলো
শরিয়তপুর জেলার পালন থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামাল খান ও একই এলাকার কাসেম খানের ছেলে নানটু খান।

বেনাপোল এনএসআই অফিসে ইনচার্জ এডি ফরহাদ হোসেন জানান.গোপন সংবাদে জানতে পারি দুইজন স্বর্ন পাচারকারী বাংলাদেশ থেকে পেটের মধ্যে করে স্বর্ন নিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এনএসআই এর একটি টিম ও শুল্ক গোয়েন্দাদের সঙ্গে নিয়ে ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের ভিতর যৌথ অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয়।

আটকের পর বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে পেটে স্বর্ণের বার এর সদৃশ দেখা যায়। পরবর্তীতে   তার পেট থেকে  কালো টেপ মোড়ানো পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৫/০৫/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন