৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:১৪

শিরোনাম
খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খারকিভে রুশ হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

প্রকাশিত: মার্চ ১, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার। নবীন ভারতের কর্ণাটকের বাসিন্দা। তিনি খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে গত কয়েক দিন ধরে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি আজ সকালে খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

অরিন্দম বাগচি আরও জানান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে খারকিভ এবং অন্য সংঘাত কবলিত শহরে এখনও আটকে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

টুইট বার্তায় বাগচি আরও লেখেন, ‘রাশিয়া এবং ইউক্রেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতেরাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।’

ইউক্রেনের ভারতীয় দূতাবাস কিয়েভে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের জরুরি ভিত্তিতে শহর ছাড়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

যুদ্ধ কবলিত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারত সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ব্যবহার করে নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। আর এই প্রক্রিয়ায় সহায়তা দিতে পাঠানো হয়েছে সিনিয়র মন্ত্রীদের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন