১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৫২

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

মাগুরায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষকের প্রাণ গেছে।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, মাগুরা-ঝিনাইদহ সড়কের স্টেডিয়াম পাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুর রাকিব হোসেন (৪৮) শহরের আর্দশ কলেজ পাড়ার শামসুল হকের ছেলে এবং স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ওসি বলেন, “রাকিব স্টেডিয়াম এলাকার একটি দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত আহত হন তিনি।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাকিবকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি জব্দ এবং তিন আরোহীকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কমরকর্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন