১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:৪৩

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

কয়রায় প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১

  • শেয়ার করুন

মোক্তার হোসেন : খুলনার কয়রা উপজেলার বারোপাতা গ্রামের মোহাম্মদ আলী সরদারের স্ত্রী রোজিনা বেগম ও তার ছেলে মাহমুদুল্লাহ রিয়াজ নামে দুই জনকে প্রতিপক্ষ মাস্টার বাসার গাজী ও তার স্ত্রী সালমা খাতুনের হামলায় গুরুতর আহত হয়েছে মা ও ছেলে।

গতকাল সন্ধ্যায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বারপোতা গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ।আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কে আহত রোজিনার স্বামী মোঃ আলী সরদার আমাদী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায় ,উপজেলার বাগালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মোঃ আলী সরদারের একটি ছাগল উক্ত গ্রামের মাস্টার বাসার আলী গাজীর বাড়ির খেতে যায় এবং পারিবারিক কোন্দলের জের ধরে বাসার মাস্টার ও তার স্ত্রী সালমা খাতুন মোহাম্মদ আলী সরদারের বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে, শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করলে, রোজিনা বেগম তার ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষ তাকে মাথায় আঘাত করে ।এতে করে মা ও ছেলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।এ ব্যাপারে মাষ্টার বাসার গাজীকে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাড়ির বাহিরে আছি আগামী ২/১ দিনের মধ্যে এ ব্যাপারে আপনাদের সাথে কথা বলব।আমাদী পুলিশ ক্যাম্পের ইব্রাহিম খলিল কে জানতে চাইলে তিনি জানান ,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন