৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২৬

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

খুলনায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী,স্টাফ রিপোর্টার: খুলনায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু
খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় (আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত) করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়।
এর আগে গত ১১ জুলাই করোনায় খুলনার হাসপাতালগুলোতে ১৪ ও ১০ জুলাই আরও ১০ জনের মৃত্যু হয়। আর ৯ জুলাই মারা যায় সর্বোচ্চ ২৩ জন।
গত ২৪ ঘন্টায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন খুলনার আড়ংঘাটা এলাকার আফসার আলী (৭০), জেনারেল হাসপাতালে মারা গেছেন নগরীর মুন্সিপাড়া এলাকার শামসুন্নাহার (৪৫), রূপসা আনন্দনগর আজিজুর রহমান (৭৫) ও দৌলতপুর রেলিগেটের আলী আকবার (৬১) এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বাগেরহাটের কচুয়া এলাকার শেখ জাফর আহমেদ (৮৯), নগরীর স্যার ইকবাল রোডের মুসতারী বেগম (৮২), টুটপাড়া এলাকার সালেহা বেগম (৮৬)।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩১৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের নমুনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫৮ দশমিক ২৮ শতাংশ। এছাড়া বাগেরহাটের ৫, সাতক্ষীরা ৪, যশোর ১, নড়াইল ১, পিরোজপুর ২, গোপালগঞ্জ ৪, ঝিনাইদহ ১ ও রাজবাড়ি ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন