৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:১৭

শিরোনাম
নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক গণহত্যাকারীদের রাজনীতি করার কোন অধিকার নেই-জামায়াতের আমীর পরিকল্পনার অভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প শেখ হাসিনার পর এখন অদৃশ্য ষড়যন্ত্রের মোকাবেলা করছি-গয়েশ্বর রায় মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ

বেনাপোলে কোয়ারেন্টিনে থাকা এক শিশুর করোনা শনাক্ত।

প্রকাশিত: মে ২০, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ১০ বছরের একটি শিশুর করোনা শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত।

বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাতে শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী।

উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা।

এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়। কোয়ারেন্টিনের ১৪তম দিনে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।তার বাড়ি শার্শা বাগআঁচড়া এলাকায় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মী হাসানুজ্জামান।

পরে পরীক্ষার রিপোর্টে শিশুটির করোনা শনাক্ত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, শিশুটি যেহেতু ভারত থেকে ফিরেছে, তাই ধারণা করা হচ্ছে, সে করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২০/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন