২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪৯

৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক সহ ৭ সদস্যের দল ভারতে।

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।

ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছেন।বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।
বিজিবির ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন রিজিয়ন কমান্ডার যশোর,কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সেক্টর কমান্ডার রাজশাহী,মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন, লেঃ কর্নেল মোঃ মাহাবুবুর রহমান খান নোডাল অফিসার রংপুর রিজিয়ন, লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা অধিনায়ক যশোর ব্যাটালিয়ন,মোঃ রহমত আলী Assistant secretary, south Asia-1 representative, ministry  of foreing affairs, bangladesh এবং মোঃ শামিম হাসান Deputy secretary public security Division Ministry of home affairs bangladesh।
বিজিবি বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান,কলকাতায় ৩দিন ব্যাপি সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে একটি টিম বেনাপোল দিয়ে ভারতে গেছেন।আগামী শুক্রবার প্রতিনিধি দল টি ফিরবেন।সীমান্ত দিয়ে মাদক,অস্ত্র বিস্ফোরক পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৯ /১২/২০২০
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন