৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৬

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের মাংসসহ আটক ১

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে সাড়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। সে খুলনার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার বিএন মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ১টার দিকে কোস্ট গার্ডের একটি টহল দল পাতাখালী এলাকায় অভিযান চালায়।

এ সময় উক্ত ব্যক্তিকে হরিণের মাংসসহ আটক করা হয়।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, সুন্দরবনে হরিণ শিকারিকে হাতে নাতে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন