২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৪৯

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

সাতক্ষীরায় র‍্যাবের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৬

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন

সাতক্ষীরার শ্যামনগরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীর হামলায় র‍্যাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) রাত ২টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, রাতে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজিবি ও র‍্যাবের সোর্সদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় র‍্যাবের সদস্যরা সাদা পোশাকে সেখানে গেলে তারাও হামলার শিকার হন। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ মেজর শরিফ বলেন, র‍্যাবের একটি টহল দল রাতে ওই এলাকায় অভিযানে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের সেখান থেকে তাদের ফিরিয়ে আনেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজনকে ক্যাম্পে আনা হয়েছে।

এসময় কেউ আহত হয়েছেন কি-না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন