৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:০৯

শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

চলচ্চিত্র পর্দার মতো এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নায়ক-ভিলেনের মুখোমুখি ভোটযুদ্ধ দেখতে যাচ্ছেন দর্শকরা!

এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে তারকারা অংশ নিচ্ছে। একটি প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন, অন্যটির নেতৃত্বে আছেন মিশা সওদাগর!

আজ শিল্পীদের দুই নির্বাচনআজ শিল্পীদের দুই নির্বাচন
ইলিয়াস কাঞ্চনের প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুন এবং মিশা সওদাগরের প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনে দুটি প্যানেলই নিজের জয় নিয়ে বেশ আশাবাদী।

ইলিয়াস-নিপুন ও মিশা-জায়েদ উভয় প্যানেলের নেতাকর্মীরাই উপস্থিত আছেন ভোটের মাঠে। মিশা এবং ইলিয়াস দুজনেই ভোট চাইছেন উপস্থিত ভোটারদের কাছে।

মিশা সওদাগরকে জিজ্ঞেস করা হয়েছিল, একই লোকের কাছে একসাথেই যে দুইপক্ষ ভোট চাচ্ছে, ব্যাপারটা কেমন লাগছে? জানালেন, এটা ভোটারের মূল্যায়ণ। এটা ভোটের দিন ভোটারের সম্মান। একই কথা বললেন ইলিয়াস কাঞ্চনও। ইলিয়াস কাঞ্চন এবং মিশা উভয়কেই মনে হলো উৎফুল্ল। ইলিয়াস কাঞ্চন বলছেন, আনন্দ আনন্দ। সবকিছু উৎসবের মতো মনে হচ্ছে। ইলিয়াস এবং মিশা দুই প্যানেলই জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী।

এফডিসিতে উপস্থিত আছেন নায়ক ফেরদৌস। বললেন, পুরো এফডিসির পরিস্থিতিকে শুটিং সেট মনে হচ্ছে। সবাই আনন্দ করছে। তবে ফেরদৌস ৪২ জন প্রতিদ্বন্দ্বীর কাছেই অনুরোধ করেছেন, এমন কোনো বেফাঁস কথা যেন কেউ না বলেন, যাতে ভোটার এবং দেশের সাধারণ মানুষ তাদের কাছে প্রত্যাশা হারিয়ে ফেলেন।

অভিনেতা আফজাল শরীফ বললেন, এখনও পর্যন্ত সব ভোটার উপস্থিত হয়নি। তবে দুপুরে জুমার নামাজের পরই ভোটারের ঢল শুরু হবে বলে মনে করছেন তিনি।

এখনও পর্যন্ত নির্বাচন পরিস্থিতি সুন্দর ও সুষ্ঠু। দুপুরের পর আরও জমজমাট হওয়ার প্রত্যাশা।

নির্বাচনের মাঠে দুই পক্ষই বলছেন, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। তবে ফলাফল যাই হোক, শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেমিশেই। শিল্পী সমিতির মূল লক্ষ্য এফডিসি, চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়ন বলেও জানান তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন