১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৫৫

র‌্যাব সদর দপ্তরে পরীমনি, জিজ্ঞাসাবাদ চলছে

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নেওয়ার সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাবের কর্মকর্তারা।
বুধবার রাতে পরীমনিকে বনানীর বাসা থেকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, পরীমনিকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। দীর্ঘ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের পথে রওনা হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন