৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৩

মোংলায় গ্যাস সিলিন্ডার বি‌ষ্ফোরণে দগ্ধ বসুন্ধরার ৮ শ্রমিক, খুমেক হাসপাতালে ভর্তি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

মোংলার বসুন্ধরা গ্যাস কোম্পানী‌তে সিলিন্ডার বি‌ষ্ফোরণ হ‌য়ে ৮ জন শ্রমিক দগ্ধ হ‌য়ে‌ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ন‌ভেম্বর) রাত সা‌ড়ে ৭টার দি‌কে আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালের বার্ন ইউ‌নি‌টে ভর্তি করা হ‌য়ে‌ছে।

দগ্ধ শ্রমিকরা হ‌লেন, মোংলার শেহালা বু‌নিয়ার মোঃ শাহ আলমের ছে‌লে মোঃ সাইফুল (৩০), রামপাল বাজারের র‌ফিক শে‌খের ছে‌লে মোঃ তরিকুল ইসলাম (২৮), ব‌টিয়াঘাটার ন‌রিুল ইসলা‌মের ছে‌লে নুর আলম (২৬), রামপা‌লের ইনসান শে‌খের ছে‌লে আজিম (৩১), রামপাল পে‌ড়িখালীর মোঃ আরোজ আলীর ছে‌লে ইমরান(২৯) ও একই এলাকার আইয়ুব আলীর ছে‌লে হাসান সিকদার (২৮)।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়েছে।

এ ঘটনায় বসুন্ধরা গ্যাস কোম্পানির কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়‌নি। ত‌বে দগ্ধ শ্রমিক‌দের প‌রিবার বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন