৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:১৯

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মাঙ্কিপক্স নিয়ে বেনাপোল বন্দরে সর্বচ্চ সতর্কতা জারি ইউরোপের বিভিণ্ন দেশে থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ইমিগ্রেশনে।

প্রকাশিত: মে ২২, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল আন্ত্মর্জাতিক চেকপোস্ট ও বন্দরেও নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রবিবার (২২ মে) সন্ধ্যায় মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. ইউসুফ আলী।

ডা. ইউসুফ আলী বলেন, মাঙ্কিপক্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা অধিদপ্তর নেবেন। শুধুমাত্র বন্দর ও পাসপোর্টযাত্রী চলাচল করা সীমান্ত্ম গুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কারণ, সংশিস্নষ্ট সকলকে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের বিভিণ্ন দেশে থেকে যে সব যাত্রী ভারত হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে শুধু মাত্র তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
আজ রবিববার সন্ধ্যায় ভারত ফেরত যাত্রী শামসুন্নাহার জানান, মাঙ্কিপক্স নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পর আমাদের কোন স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।

তিনি আরও জানান, দ্রম্নত স্বাস্ত্ম্য বিভাগের টিম বন্দর এলাকায় যাত্রী ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করবে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা একটি সতর্কতা জারি পত্র পেয়েছি। পত্র পাওয়ার পরপরই ইমিগ্রেশনে সর্বচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন