১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:০১

বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি সোনারবার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ।

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি সোনারবার সহ মনিরুল ইসলাম (৩৭)নামে এক পাচারকারীকে আটক করেছে।বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

বিজিবি জানান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে।উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের (১৫০ ভরি) ১৫টি স্বর্ণের বারসহ মোঃ মনিরুল ইসলাম (৩৭), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-পুটখালী উত্তর পাড়া, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২০/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন