৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:০৬

বাগেরহাটে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দুইদিন পর মাদ্রাসা ছাত্র মেহেদী হাসানের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান (২৫) মাধবকাঠি মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র ও টেংরাখালী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার টেংরাখালী গ্রামের নতুন বাজার এলাকায় নিজের কম্পিউটারের দোকান থেকে মেহেদী হাসান নিখোঁজ হয়।
পরে তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। রবিবার সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন