১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৩৮

বাগরেহাট শ্যালাচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার হতে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টর্গাড

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২

  • শেয়ার করুন

রববিার ১৪ আগস্ট ২০২২ আনুমানিক রাত ১১টায় ৯৯৯ হতে ফোন কলের মাধ্যমে সংবাদ পাওয়ায় বিসিজি স্টেশন কচিখালী হতে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্যালাচর এলাকায় গমণ করে এবং ১৫ আগস্ট ২০২২ সকাল ৮টায় ১৩ জন জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে পড়া “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে।
জানা যায়, “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট ২০২২ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হতে ১৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ১৩ আগস্ট ২০২২ সকাল ৯ টায় ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসে এবং ৯৯৯ এ ফোন করে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় আছে বলে জানায়। অতঃপর কোস্ট গার্ডের কাছে খবর আসা মাত্র তৎপরতার সাথে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারটির নিকট পৌছায় এবং সমুদ্র উত্তাল থাকায় তাদেরকে নিয়ে শ্যালাচর ফরেস্ট অফিসের অদুরে নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করে। অতঃপর সোমবার ১৫ আগস্ট ২০২২ সকাল ৯টা ৫০ মিনিটে একটি কাঠের বোট নিয়ে বিসিজি স্টেশন শরণখোলা এর উদ্দেশ্যে যাত্রা করে। বর্তমানে জেলেরা সকলেই শারিরীকভাবে সুস্থ আছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন