২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৪৭

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০

  • শেয়ার করুন

পাইকগাছা উপজেলা পরিষদ-এর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার এম. মাজহারুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই শেষে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার কামালউদ্দীন আহম্মেদ সহ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। আগামী ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ৪ অক্টোবর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন