১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:০৯

শিরোনাম
খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে; আহত ১৬

প্রকাশিত: জুন ২, ২০২১

  • শেয়ার করুন

পাইকগাছায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ভিতরে ঢুকে পড়ে। ভিত‌রে থাকা দোকান মালিকের মা ছেলে আহত হয় এবং গাড়ীর যাত্রীসহ মোট ১৬ জন কম‌বেশী আহত হ‌য়ে‌ছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার রাত সা‌ড়ে ১২ দি‌কে উপজেলার গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ঢাকা মে‌ট্রো চ ৮৬৩৫ নং বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নতুন বাজ‌ারের এক‌টি দোকা‌নের সাটারও দেয়াল ভে‌ঙ্গে ঘ‌রের ভিত‌রে ঢু‌কে প‌ড়ে। এতে ঘ‌রের ভিত‌রে ঘুমিয়ে থাকা দোকান মা‌লিক ক‌নেক অ‌ধিকারীর মা ও ছে‌লে তন্ময় অ‌ধিকারী এবং গাড়ীর যাত্রীসহ মোট ১৬ জন কম‌বেশী আহত হ‌য়ে‌ছেন।

বাস মালিক সমিতির প্রধান ষ্টাটার নিরাপদ অধিকারী জানান, মঙ্গলবার রাত সা‌ড়ে ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্র- চ- ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী চুক্তিতে গাড়িটি বরিশাল নিয়ে যাচ্ছিল। পথে মধ্য গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার মোড়ে পৌছালে ড্রাইবার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে তম্নয় সুইট নামে দোকানে ঢুকে যায়। এ সময় গড়ীতে থাকা যাত্রীদের মধ্য ১৪ জন ও দোকান মালিকের মা ছেলে আহত হয়। ড্রাইভর ও কন্ডাকটর পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ গাড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছে।
খুলনা জেলা বাস মালিক সমিতির পাইকগাছা লাইন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, আমরা গিয়ে দেখেছি, ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করছি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান আমি ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছি। মামলার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন