পাইকগাছায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে থাকা দোকান মালিকের মা ছেলে আহত হয় এবং গাড়ীর যাত্রীসহ মোট ১৬ জন কমবেশী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২ দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ঢাকা মেট্রো চ ৮৬৩৫ নং বাস নিয়ন্ত্রণ হারিয়ে নতুন বাজারের একটি দোকানের সাটারও দেয়াল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এতে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা দোকান মালিক কনেক অধিকারীর মা ও ছেলে তন্ময় অধিকারী এবং গাড়ীর যাত্রীসহ মোট ১৬ জন কমবেশী আহত হয়েছেন।
বাস মালিক সমিতির প্রধান ষ্টাটার নিরাপদ অধিকারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্র- চ- ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী চুক্তিতে গাড়িটি বরিশাল নিয়ে যাচ্ছিল। পথে মধ্য গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার মোড়ে পৌছালে ড্রাইবার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে তম্নয় সুইট নামে দোকানে ঢুকে যায়। এ সময় গড়ীতে থাকা যাত্রীদের মধ্য ১৪ জন ও দোকান মালিকের মা ছেলে আহত হয়। ড্রাইভর ও কন্ডাকটর পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ গাড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছে।
খুলনা জেলা বাস মালিক সমিতির পাইকগাছা লাইন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, আমরা গিয়ে দেখেছি, ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করছি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান আমি ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছি। মামলার প্রস্তুতি চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত