১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:২৩

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

পাইকগাছায় বস্তাবন্দি অজ্ঞাত গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১

  • শেয়ার করুন

শেখ আশিকুর রহমান (বাবু): খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের কপোতাক্ষ নদের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ৯৯৯ থেকে খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে। এর আগে বস্তাবন্দি লাশটি ভাসতে দেখে ওই এলাকার সবুজ নামের এক ব্যক্তি ৯৯৯ খবর দিয়ে লাশের কথা জানান।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লাশটি বেশ কয়েকদিন আগের। লাশের বস্তার সঙ্গে কয়েকটি ইট দিয়ে আরেকটি বস্তা বাঁধা ছিল। লাশটি যেন পানিতে তলিয়ে থাকতে পারে সেজন্যই ওই ব্যবস্থা করেছে দুর্বৃত্তরা।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি বলেন, ‘মৃতদেহটি ৩০ থেকে ৩৫ বছর বয়সের কোনো যুবকের। গলায় গামছা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করতে ওই পন্থা অবলম্বন করেছে হত্যাকারীরা। ৬-৭ দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহের মুখমণ্ডলসহ বিভিন্ন অঙ্গ পচে গলে গেছে। এখন লাশটি আর চেনার মতো নেই।’

তিনি জানান, সিআইডি ও পিবিআইয়ের দুটি ক্রাইমসিন দল লাশটি পর্যবেক্ষণ করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন