২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৮

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের দেবহাটা উপজেলা বিএনপি ত্রাণ বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আনুলিয়া ইউনিয়নের দুর্গত ১০০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হেদায়েতুল্লাহ, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা,বিএনপি নেতারা বলেন, এ ধরনের দুর্যোগে তাঁরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন