৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৫২

দুদকের মামলায় বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান কারাগারে, সমর্থকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২

  • শেয়ার করুন

দুর্নীতির মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান আত্মসমর্পণ করার পর আদালত কারাগারে পাঠানোর আদেশ দিলে বিক্ষুব্ধ সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
বুধবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. রবিউল ইসলাম এই আদেশ দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মিলন কুমার ব্যানার্জী।

তিনি জানান, “দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারার মামলায় মেয়রের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

“একই মামলায় আদালত বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকেও কারাগারে পাঠিয়েছেন। তিনি বর্তমানে মাগুরা পৌরসভার সচিব হিসেবে কর্মরত আছেন”, যোগ করেন আইনজীবী।

এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর পরই পৌনে ১টার দিকে সমর্থকরা বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম।

তিনি বলেন, “এ সময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ৪০ মিনিট পর সড়কে যান চালাচল স্বাভাবিক হয়।”
মেয়রের আত্মসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকে আদালতে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী ভিড় করতে শুরু করেন। আদালতের শুনানিতে মেয়রের পক্ষে প্রায় ৩০০ আইনজীবী অংশ নেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে মামলার শুনানি চলে। পরে আদালত আদেশ দেন।

শুনানি শেষে মেয়রের পক্ষের আইনজীবী ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু সাংবাদিকদের বলেন, “মেয়র হাবিবুর রহমান তিন সপ্তাহ আগে উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে নিন্ম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।

“উচ্চ আদালতের আদেশে তিনি বুধবার সকালে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে মেয়র ও সাবেক সচিবকে কারাগারে পাঠানোর আদেশ দেন“, যোগ করেন আইনজীবী সমিতির সভাপতি।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) তরুণ কান্তি ঘোষ মামলার নথির বরাত দিয়ে বলেন, “২০১৭ সালের ২৩ মার্চ বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান কোনো নিয়মনীতি প্রতিপালন না করে অবৈধভাবে ১৭ জনকে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ দিয়ে এক কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৫৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ছাড়া ২০১৪ ও ২০১৫ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌরসভার উন্নয়নের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে দুই কোটি টাকা জমা করে। এই টাকা থেকে আবাহনী ক্লাব ও ডায়াবেটিস হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেয়। পৌর মেয়র খান হাবিবুর রহমান ও তৎকালীন সচিব মোহম্মদ রেজাউল করিম ভবন নির্মাণ না করে পরস্পর যোগসাজসে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
দুদক সহকারী পরিচালক বলেন, “২০২০ সালে পৌর মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তার সত্যতা পেয়েছে দুদক। মেয়র ও সচিবসহ অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে সরকারের অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় পৃথক দুটি মামলা করা হয়।“

মামলার অপর আসামিরা হলেন- পৌরসভার পাম্পচালক দীপু দাস, নিতাই চন্দ্র সাহা, মো. মেহদেী হাসান, বাজার শাখার আদায়কারী মো. আসাদুজ্জামান, মো. সৌদি করিম, সাব্বির মাহমুদ, পারভীন আক্তার, স্বাস্থ্য সহকারী সেতু পাল পূজা, সহকারী লাইসেন্স পরিদর্শক জ্যোতি দেবনাথ, সহকারী কর আদায়কারী মো. মারুফ বিল্লাহ, বালি শফিকুল ইসলাম, পানি শাখার ক্লার্ক শারমিন আক্তার বনানী, ট্রাকচালক মো. হাচান, সুইপার সুপারভাইজার হাসনা আক্তার, মো. জিলানী ও চতুর্থ শ্রেণির কর্মচারী তানিয়া।
মামলার এই আসামিরা সবাই বরখাস্ত হয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন