১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:১৩

ডিবিতে ইমন, বললেন গিয়েছেন অবস্থান পরিষ্কার করতে

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর একটি কল রেকর্ড ফাঁসের ঘটনায় নায়ক ইমনকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ইমনকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে কল রেকর্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা তাকে চা খেতে ডেকেছিলাম। এরপর ওইদিনের ঘটনার বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানা হয়।

এদিকে ইমন জানিয়েছে, তিনি নিজে থেকেই ডিবিতে গিয়েছিলেন, অবস্থান পরিষ্কার করতে। ডিবি থেকে তাকে ডাকা হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন