১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:০৫

খুলনায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টার: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে ১৯ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন- বটিয়াঘাটার আশিষ গোলদার (৫৫), শিরোমনি এলাকার আব্দুল মালেক (৭৫), পাইকগাছা হাবিবনগর এলাকার ইউসুব আলী (৬০) ও তালা সাতক্ষীরার ইসমাইল হোসেন (৬১।
আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন নড়াইলের ইকবাল হোসেন (৫৮), জেনারেল হাসপাতালে মারা যায় খুলনার রূপসার জলিল মীর (৬৫) ও অভয়নগর যশোর নিত্যানন্দ সরকার (৭৮)।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সোনাডাঙ্গা মহাম্মদনগর এলাকার কাজী আব্দুস সাত্তার (৭৭), মিয়াপাড়া প্রধান সড়কে চাঁদ সুলতান (৭১), ফরাজিপাড়া এলাকার নাসিমা খাতুন (৪৭)।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান করোনা রোগী ভর্তি রয়েছেন ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৯ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৯০ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৮ জন ও যশোরের একজনের করোনা শনাক্ত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন