১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:২৩

খুলনার ২ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার: খুলনার ২টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন রয়েছে।
আর এর আগে শুক্রবার (৬ আগস্ট) খুলনার ৮ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার আড়ংঘাটার বেবী রহমান (৫৭), বটিয়াঘাটার সাবিরা বেগম (৭০), কয়রার সুনীল (৫০), বিনীতা (৫৪), দিঘলিয়ার শিউলী বেগম (৩৬), খালিশপুরের আব্দুল মালেক (৪০) এবং নড়াইল সদরের নার্গিস কামাল (৫০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে খুলনার সোনাডাঙ্গার আমেনা খাতুন (৪১), ও নড়াইলের এরিনা বেগম (৪৬) নামে ২ রোগী মারা গেছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন