২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৪৪

খারকিভে পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের খারকিভে একটি পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে রাশিয়ার সৈন্যরা।

রবিবার এ খবর দিয়েছে বিবিসি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে প্রকাশ করা খবরে বলা হয়, রাশিয়ান সেনারা খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও সেখানকার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেনি।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানায়, পারমাণবিক চুল্লি থেকে গুরুতর বিকিরণ পরিস্থিতিকে আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। একইসাথে বোমাবর্ষণের ফলে আশেপাশের অঞ্চলগুলোও পারামাণবিক বর্জ্যে দূষিত হতে পারে।

এদিকে ইউক্রেনের এক রাজনীতিবিদ জানিয়েছেন, পারমাণবিক চুল্লিতে গোলাগুলি বা বোমাবর্ষণের কারণে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হলে সেটি বড় ধরণের পরিবেশ বিপর্যয় ডেকে আনবে এবং আরও বড় কোনো ঝুঁকির দিকে ঠেলে দিবে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় বলেছে, ‌‘দখলদাররা স্লাভ্যুটিচ শহরে আক্রমণ এবং পৌর হাসপাতাল দখলে নিয়েছে।’

এর আগে শনিবার চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহর দখল করে মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ান বাহিনী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন