৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫৩

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের অঙ্গিকার মনিরুল হাসান বাপ্পীর

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনাকে বাংলাদেশের কুয়েত বলা হয় কয়রা উপজেলার জন্য, এই অঞ্চলের সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। কিন্তু মৎস্যখাত কে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধ্বংস করে দিয়ে গেছে। তারপরও ভাঙ্গন কবলিত কয়রার মানুষ চিংড়ি মাছ চাষ করছে।

এই অঞ্চলের জনসাধারণের আতঙ্ক নদী ভাঙ্গন, যা রোধ করতে কেউই কাজ করেনি। আমি কথা দিচ্ছি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিলে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে আমি আপনাদের মনিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নিতে পারবো।

কয়রার বাগালী বাজারে গণসংযোগ ও পথসভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা এই দক্ষিনাঞ্চলের জনসাধারণদের যথাযথ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবো।

বাগালী ইউনিয়নের আহবায়ক আব্দুর রহিম সানা সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রফিকুল মিস্ত্রী’র সঞ্চালনায় ৮ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৭টায় বাগালী ইউনিয়নের চাঁদআলী বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রফিকুল গাজী, আব্দুল গফফার, মো: সাইফুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফা, আব্দুল লতিফ, মোস্তফা গাজী, জিএম গোলাম মোস্তফা, এস এম রহিম গাজী, আবুল হোসেন, সাব্বির আলম বাবু, পীর আলী, রবিউল ইসলাম, আব্দুস সোবহান গাজী, নজরুল গাজী, ফরিদুল ইসলাম, পলাশ প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন