প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩
খবর বিজ্ঞপ্তির : ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে ও দলিত সংস্থার সহযোগিতায় আজ শনিবার নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে নিয়ে বিএল কলেজ মোড় থেকে দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পর্যন্ত এই র্যালী ও মানববন্ধন পালিত হয়।
এর আগে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। র্যালি শেষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নগরীর দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী ও তার নারী জাগরনের অগ্রদূত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
বিতর্ক প্রতিযোগীতার প্রতিপাদ্য বিষয় ছিলো-সমাজ ও রাজনৈতিক প্রতিশ্রুতিই নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধের পূর্বশর্ত। তারই পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল: পরিবার,সমাজ ও রাষ্ট্রে নারী অবদান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ বর্তমান সমাজে নারীদের সামনে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন এবং দলিত নারীদের নেতৃত্বের স্থান তৈরীতে উৎসাহ প্রদান করেন। এ সময় বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।
সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভী হারুনের সভাপতিত্বে ও দলিতের প্রকল্প কর্মকর্তা লক্ষ্মী দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, ইসরাত আরা হীরা, সালমা জাহান মনি, মোঃ সাবির খান, আব্দুল রাজ্জাক, দলিতর হেড অব ফাইন্যান্স শিব প্রসাদ দাশ, অরুন দাস প্রমুখ। এছাড়াও দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।