২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:০৯

শার্শা গোড়পাড়া পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত: মে ৫, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ নাজমা খাতুন (৩০)নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।বুধবার দুপুরে তাকে আটক করা হয়।সে খুলনা জেলার রুপসা থানার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী।
বর্তমানে শার্শা নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজার চালান নিয়ে রামচন্দপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছে।এমন সংবাদে ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৫/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন