২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪৯

শিরোনাম
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে: প্রধানমন্ত্রী খুলনা মহানগরীর নতুন রাস্তা, জিরোপয়েন্ট ও শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ কেএমপি খুলনার অফিসার্স মেসের উদ্বোধন করেন আইজিপি খুলনায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনা জেলা আ’লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কয়রায় মহসিন রেজা, ডুমুরিয়ায় এজাজ ও পাইকগাছায় আনন্দ চেয়ারম্যান নির্বাচিত খুলনায় নির্বাচন পরবর্তী সহিংসতা বিষয়ে সংবাদ সম্মেলন ফেরদৌস আহম্মেদ’র প্রধানমন্ত্রী গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন-কেসিসি মেয়র

লিটারে ৫ টাকা কমছে জ্বালানি তেলের দাম, কার্যকর মধ্যরাত থেকে

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২

  • শেয়ার করুন

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম নির্ধারণের প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা প্রজ্ঞাপনে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর অকটেনের দাম ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিলিটার ১২৫ টাকা। আগে ছিল ১৩০ টাকা। নতুন নির্ধারিত দাম সোমবার রাত বারোটার পর থেকে কার্যকর হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে দুপুরে সাংবাদিকদের কাছে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছিলেন, ‘জ্বালানি তেলে আমদানি শুল্ক কমানোয় কিছুটা খরচ সাশ্রয় হবে। সেক্ষেত্রে আমরা দাম কিছুটা সমন্বয় করতে পারব।’

তিনি আরও বলেছিলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে আবার। ১৫০ মার্কিন ডলারে উঠেছে প্রতি ব্যারেলে। এই পরিস্থিতিতে দাম খুব একটা সময়ন্বয় করা যাবে না। তবে আমি চাই দাম অনেক কমে যাক।’
এর আগে, শুল্কহার কমিয়ে রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকরও হয়ে গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সুত্রে জানা গেছে, ডিজেলের ওপর করারোপ ছিল ৩৪ শতাংশের মতো। আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বাবদ আদায় করা আগাম কর কমানোর ফলে তা ২৫ শতাংশে দাঁড়ায়। এই সিদ্ধান্তের একদিন পরই তেলের দাম সমন্বয় করল সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন