২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৩৭

লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতীয় হুন্ডি রুপিসহ বিজিবির হাতে মহিলা চোরাকারবারী আটক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ
ভোমরা স্থল সীমান্তের লক্ষ্মীদাড়ি সীমান্ত ভেড়িবাধ এলাকা থেকে হুন্ডির ভারতীয় ২ লক্ষ ৬৫ হাজার ৪৭০ রুপিসহ এক মহিলা চোরাচালানীকে আটক করেছে ভোমরা বিজিবি কোম্পানী সদরের স্পেশাল ফোর্স কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা। বাংলাদেশ থেকে ভারতীয় মোটা অঙ্কের হুন্ডির রুপি পাঁচার হয়ে যাবে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি জোয়ানরা গোপনে ওৎ পেতে বসে থাকে সীমান্ত ভেড়িবাধের পাশে। এই মহিলা হুন্ডি অর্থ পাঁচারকারী বিজিবি সদস্যদের চোখ এড়িয়ে স্থলসীমান্ত ল²ীদাঁড়ী এলাকা দিয়ে ভারতে পাঁচারকালে বিজিবি সদস্যদের কাছে হাতে নাতে আটক হয়। বিজিবির হাতে আটক হওয়া হুন্ডি ব্যবসায়ী রেহানা পারভীন ল²ীদাঁড়ী গ্রামের ছফুয়ার রহমানের মেয়ে। মঙ্গলবার(৪ জানুয়ারী ২০২২) সন্ধ্যায় হুন্ডি ব্যবসায়ী রেহানা পারভীনকে ল²ীদাঁড়ী সীমান্ত ভেড়িবাধ এলাকা থেকে আটক করে বিজিবি। ভারতীয় রুপিসহ আটক করার পরে ভোমরা বিজিবি কোম্পানী সদরে নিয়ে যাওয়া হয় তাকে। এ ব্যাপারে ভোমরা কোম্পানী সদরের স্পেশাল ফোর্স কমান্ডার নায়েক মিজানুর রহমান বাদী হয়ে হুন্ডি ব্যবসায়ী রেহানা পারভীনের বিরুদ্ধে একটি মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন