২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৫৩

ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা- নির্বাচন ১১ জুন

প্রকাশিত: মে ১৬, ২০২২

  • শেয়ার করুন
এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা:
দীর্ঘ প্রতীক্ষার এক যুগ অতিবাহিত হওয়ার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ১১৫৫ ও ১১৫৯ নিবন্ধিত দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা ১১৫৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় রবিবার (১৬ মে ২০২২) সকাল ১০ টায় রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি(এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু, ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রউফ, ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক ডা. মুনসুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের প্রবীণ উপদেষ্টা মো: মোনাজাত আলী গাজী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তা অজয় কুমার, ইউপি সদস্য, ভোমরা রিপোটার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও: আবুবক্কার সিদ্দিক ও গীতা পাঠ করেন কৃষ্ণ পদ গাইন। এরপর আমন্ত্রিত প্রধান অতিথীসহ সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতারা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি উপস্থিত হাজার হাজার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ১১ই জুন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের দিন ঘোষনা দেন। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে একটি শক্তিশালী ও দক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের আশ্বাস দেন তিনি। এ নির্বাচন পরিচালনা কমিটিতে শ্রমিকদের একাংশ ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও ভোমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসরাইল গাজীর নাম প্রাথমিকভাবে প্রস্তাব দিলেও অধিকাংশ শ্রমিকদের রয়েছে দ্বিমত। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। এ কমিটি প্রকৃত শ্রমিক ভোটারদের তালিকা যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগে ন্যায্য অধিকার পূরন করবে। প্রয়োজনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়ক হিসাবে কাজ করবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, আগামী জুনেই পদ্মাসেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এই পদ্মাসেতু চালু হলেই ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বানিজ্য সম্প্রসারিত হবে। ভারতের কোলকাতা থেকে আমদানী হওয়া পণ্যসামগ্রী দ্রুত গতিতে দেশের বিভিন্ন এলাকায় পৌছে যাবে। ফলে আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবে এবং ভোমরা বন্দরের রাজস্ব প্রবৃদ্ধি বেড়ে যাবে। আমদানী বানিজ্য বৃদ্ধির সাথে সাথে শ্রমিকদের কাজের পরিধিও বৃদ্ধি পাবে।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন