১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:০৩

শিরোনাম

বেনাপোল বালুন্ডা গ্রাম থেকে ১ টি পিস্তল সহ আটক ১।

প্রকাশিত: জুলাই ৮, ২০২১

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।সে বালুন্ডা গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র ও গুলি এনে বালুন্ডা উত্তরপাড়া বাবুর বাড়ির পিছনে কেনাবেচা করছে। এমন সংবাদে পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদ এর নেতৃত্বে একটি টহল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ তাকে হাতেনাতে আটক করেন।
আটকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৮/০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন