১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১৬

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

ডুমুরিয়ায় বোরো আবাদে কৃষকের মুখে হাসির ঝিলিক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫

  • শেয়ার করুন

ভ্রাম্যমাণ প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ধান উৎপাদনে বিগত রেকর্ড ছাড়িয়েছে এবার। বন্যার কারণে ২৯৭ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়লেও বাম্পার ফলন হওয়ায় গত বছরের চেয়ে ৩৩৭ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলন ও দাম বৃদ্ধি হওয়ায় খুশির ঝিলিক কৃষকের মনে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি ইরি বোরো মৌসুমে উপজেলায় ১৪ ইউনিয়নে ৪২ ব্লকে ব্যাপক ভাবে ইরি-বোরো ধান চাষাবাদ হয়েছে। এবছর ২১ হাজার ৫৫৮ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় ফলন অনেক বৃদ্ধি হয়েছে। ২১ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা থাকলেও চাষকার্যের আগে আকস্মিক বন্যার কারণে উপজেলায় ২৯৭ হেক্টর জমিতে বোরো চাষাবাদে অনুপোযোগি হয়ে পড়ে। জলাবদ্ধতায় পতিত জমির মধ্যে বেশি আছে রংপুর ও মাগুরাঘোনা ইউনিয়নে। তবে এবার ফলন বৃদ্ধি হওয়ায় রেকর্ড ভাঙতে যাচ্ছে পূর্বের। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ১ লাখ ৫৩ হাজার ৩৮ মেট্রিক টন ধান ঘরে তুলতে পারবে কৃষক।

হাইব্রীড ধানের মধ্যে এসএলবিএইচ, ব্র্যাক-৯৯৯, ব্র্যাক-১৭, এসিআই-৬, ইস্পাহানি-৬, শক্তি-২, সুবর্ণ-৪সহ ১০/১২ জাত এবং উফশীর মধ্যে ব্রি-ধান-২৮, ব্রিধান-৬৭, ব্রিধান-১০০, ব্রিধান-১০২সহ ৬/৭ জাতের ধান চাষে ভালো ফলন হয়েছে। এবছর উফশী জাতের ধান হেক্টর প্রতি ৬.১৫ মেঃটন এবং হাইব্রিড জাতের ধান ফলেছে ৭.৫ মেট্টিকটন। যা গত বছর ছিলো উফশী ৬.৯ এবং হাইব্রিড ৭.৪ মেট্রিক টন। গুটুদিয়ার কৃষক শ্মশান মন্ডল জানান, অতি বন্যার কারণে সময়মত বোরো চাষাবাদ করতে পারেনি কৃষকরা। অনেক দেরিতে চাষাবাদ করতে হয়েছে এবার। তবে রোগ বালাই কম থাকায় অন্যবারের চেয়ে ফলন অনেক ভালো হয়েছে।

ধানের বাজার দাম ভালো হওয়ায় কৃষকরাও বেশ খুশি। এদিকে ব্রিধান-১০৮ জাতের (উফশী) ধান এবার ডুমুরিয়ায় প্রদর্শনী হিসেবে ধামালিয়া ও খর্ণিয়া ইউনিয়নে ২ হেক্টর জমিতে নতুন চাষাবাদ হয়েছে। ফলন হাইব্রিড জাতের ধানের চেয়ে অনেক বেশি ফলেছে। হেক্টর প্রতি ৮.৫ মেট্টিকটন উৎপাদন হয়েছে। অর্থাৎ বিঘায় সাড়ে ৪২ মণ ধান ফলেছে। উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন জানান, বোরো মৌসুম শুরুর কিছুদিন আগে আকষ্মিকভাবে বন্যার চাপ দেয়।

এ অঞ্চলের প্রায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে যায়। পরবর্তিতে বিভিন্ন ভাবে পানি নিষ্কাশনের একপর্যায়ে বোরো চাষের উপযোগি করা হয়। কিন্তু ২৯৭ হেক্টর জমিতে এবছর বোরো চাষ করতে পারেনি কৃষক। যে কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে বাম্পার ফলন হওয়ায় আবাদ কম হলেও রেকর্ড ভাঙবে পূর্বের। এ পর্যন্ত প্রায় ৫০% ধান কর্তন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে আশাকরি সব ধান কর্তন শেষ হবে। ফলন এবং দাম দুটোই ভালো হওয়ায় কৃষকরা এবার বেশ খুশি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন