১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:০৩

শিরোনাম

টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি, জরিমানা

প্রকাশিত: জুন ১৯, ২০২০

  • শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় টঙ্গীর মিলগেইট এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই কারখানায় অবৈধভাবে তৈরি বিপুল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট (গাসিক টঙ্গী জোন) এস এম সোহরাব হোসেন অনুমোদনহীন নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন। এরপর কারখানায় থাকা প্রায় ৩০ লাখ টাকার কয়েক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন