১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:৩৬

শিরোনাম
মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী

চিতলমারীতে ভিন্ন ভিন্ন আঙ্গিকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন
  • প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ

    বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
    প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়, এর পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং সরকারি বেসরকারি অফিস ও ব্যক্তি মালিকানাধীন,বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন।
    সকাল ৯-০০ মিনিট আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্তরে। সকাল ৯-১৫ মিনিট কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ করে, পুলিশ, আনসার ও ভিডিপি,রোভার স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী বৃন্দ। সকাল ১১-০০ মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা, দুপুর ১২ -০০ মিনিট মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, ১২-৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
    জুম্মাবাদ জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ, মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। দুপুরে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়, ৩টা হতে ৩-৩০ মিনিট পর্যন্ত কাবাডি প্রতিযোগিতা। ৩-৩০ মিনিট হতে ৪-৩০ মিনিট পর্যন্ত ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ প্রদর্শন, ৪-৩০ মিনিটে উপজেলা পরিষদ একাদশ বনাম স্থানীয় সুধী একাদশ বনাম ফুটবল প্রতিযোগিতা, ৫-৩০ মিনিটে আলোকসজ্জা এবং সন্ধ্যা ৬-০০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমী, মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় উপজেলা আওয়ামী লীগ,ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, মোঃ খালেদুর রহমান টিটো জেলা পরিষদ সদস্য, মাহাতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ইউ পি চেয়ারম্যান বৃন্দ। আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ,রাজনৈতিক নেতৃ বৃন্দ,শিক্ষক মন্ডলী সূধী বৃন্দ, এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
    অপরপক্ষে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে সকাল ৭-৩০ মিনিটে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে সমাপ্ত হয় এবং বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদাৎ বরণকারী ও বীর শহিদদের জন্য দোয়া করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
    চিতলমারী বাগেরহাট
    ০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন