১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১৩

ঘোজাডাঙ্গা ই-কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ভোমরা বন্দরে ১২ ফেব্রয়ারী পর্যন্ত চলমান কর্মসূচী সাময়িক স্থগিত রাখার ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর-চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার অন্তর্গত ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানী পণ্যবাহী ট্রাক থেকে সপ্তাহে কোটি টাকার চাঁদা বাণিজ্যের বেড়াজালে আটকে পড়েছে বাংলাদেশের শতাধিক আমদানীকারক ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানী পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে প্রবেশের পূর্বে ওই দেশীয় কতিপয় চাঁদাবাজরা সিরিয়ালের নামে বাংলাদেশের আমদানীকারক ব্যবসায়ীদের নিকট থেকে লুঠে নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা। দীর্ঘদিন ওই বন্দরে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির মহোৎসব চললেও অধিকাংশ আমদানীকারক ব্যবসায়ীরা চাঁদাবাজদের কবলে পড়ে মুখ খুলতে সাহস পায়নি। বাংলাদেশের যেসব আমদানীকারক ব্যবসায়ীরা ভারতের চাঁদাবাজদের দাবী পূর্ণ করতে পেরেছে তাদের পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল বহির্ভূত ভাবে ভোমরা বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেছে। আর যেসব আমদানীকারক ব্যবসায়ীরা ওই দেশের চাঁদাবাজদের অঘোষিত চাঁদার টাকা দিতে ব্যর্থ হয়েছে তাদের আমদানী পণ্যবাহী ট্রাকগুলো নির্বিচারে ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত বেসরকারি বা মালিকানাধীন পার্কিং ইয়ার্ডে অবস্থান করে। অধিকাংশ আমদানীকারক ব্যবসায়ীরা চাঁদাবাজীর কারণে ভোমরা বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে স্থানান্তর হয়েছে। এদিকে ঘোজাডাঙ্গা স্থলবন্দরের চাঁদাবাজদের বিরুদ্ধে গর্জে ওঠে বাংলাদেশের আমদানীকারক ব্যবসায়ীরা। এ ব্যাপারে দেশীয় আমদানীকারক ব্যবসায়ীরা ঘোজাডাঙ্গা স্থলবন্দরে অবৈধ ও অঘোষিতভাবে চাঁদা বাণিজ্যের বিষয়টি বন্ধের দাবীতে ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের বর্তমান আহŸায়ক কমিটির নিকট একটি লিখিত আবেদন পত্র দাখিল করে। আমদানীকারকদের দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহŸায়ক কমিটির উদ্যোগে গত ২৫ ও ২৭ জানুয়ারী ২০২২ স্থানীয় ভোমরা বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন ও সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও প্রচারনামুলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভা থেকে স্থানীয় ও সাতক্ষীরার সকল সংগঠনের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২৯ জানুয়ারী সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া ৩০ জানুয়ারী সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতী ও মানববন্ধনসহ ৩১ জানুয়ারী সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। চলমান এ সমস্য নিরসনে ভোমরা বন্দরে দফায় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। গত ৩১ জানুয়ারী কর্মসূচী চলাকালীন সময়ে ঘোজাডাঙ্গা স্থলবন্দর ই-কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের আহŸানে ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহŸায়ক এজাজ আহম্মেদ স্বপনের সম্মতিতে রামকৃষ্ণ চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল জিরো পয়েন্ট এলাকায় দ্বিপক্ষীয় মৌখিক আলোচনা বৈঠকে মিলিত হন। পাশাপাশি উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে মাকসুদ খানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মনিরুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। কিন্তু উভয় পক্ষের আলোচনার স্থান থেকে কোন ফলপ্রসূ সিদ্ধান্ত পাওয়া যায়নি। উভয় দেশের স্থলবন্দরে চাঁদাবাজীর বিষয়টি নিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হলে ৩১ জানুয়ারী সন্ধ্যার পরপরই ঘোজাডাঙ্গা স্থলবন্দর ই-কার্গো এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী ১২ জানুয়ারী ২০২২ পর্যন্ত চলমান কর্মসূচী বন্ধ রাখার লক্ষ্যে একটি লিখিত আবেদন পত্র আহŸায়ক কমিটি বরাবর পাঠায়। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারী দু’দেশের সিএন্ডএফ নেতৃবৃন্দ একসাথে বসে উদ্ভুত পরিস্থিতি নিরসন করার লক্ষ্যে ঘোজাডাঙ্গা স্থলবন্দর ই-কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বদ্ধপরিকার। প্রদত্ত আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে কাষ্টম সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কার্যালয়ে তাৎক্ষনিক বন্দরের স্থানীয় সকল সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আলোচনা সভার আলোকে এবং সকল সম্মতিক্রমে আগামী ১২ ফেব্রæয়ারী পর্যন্ত লাগাতার কর্মবিরতী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ওই সময়ের মধ্যে আমদানীকারক সিরিয়াল ছাড়া আমদানীজাত পণ্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করলে ওই পণবাহী ট্রাক সনাক্ত করে পণ্যের প্রকারভেদে ট্রাক প্রতি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ১২ ফেব্রæয়ারী ভোমরা জিরোপয়েন্ট এলাকায় উভয় দেশের সিএন্ডএফ নেতৃবৃন্দের আলোচনায় পূর্ব ঘোষিত চাঁদাবাজীর বিষয়টি সমস্যার সমাধান না হলে পুনরায় চলমান কর্মসূচী অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন