৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:০১

শিরোনাম

খুলনায় পুলিশ-চিকিৎসকসহ আরও ৬০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে চারজন পুলিশ,একজন চিকিৎসকসহ ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে খুলনা জেলা ও মহানগরেই ৪২ জন।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫০ জন।
এছাড়াও সাতক্ষীরায় ৭ জন, বাগেরহাটে ৬ জন এবং পিরোজপুর, যশোর, নড়াইল, মাগুরা ও পঞ্চগড় ১জন করে রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার পিসিআর ল্যাবে ২৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ১৬৯ টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৬০ টি। যার মধ্যে খুলনার ৪২ টি, সাতক্ষীরার ৭ টি, বাগেরহাটের ৬ টি, যশোরের ১টি, নড়াইলের ১ টি, মাগুরার ১ টি, পিরোজপুরের ১ টি ও পঞ্চগড়ের ১ টি।

খুলনায় শনাক্তদের মধ্যে রয়েছেন; খুলনা মেট্রোপলিটন পুলিশের সেকেন্দার আলী (৫৬), হাফিজুর রহমান (৩৬), নুসরাত জাহান রিমি (২৪), সার্জেন্ট মামুন (৩১), হোটেল অ্যাম্বাসেডর এ থাকা ডা. সৈয়দ আসিফ ইকবাল (৩৩), মরিয়ম আক্তার (৩৬), নিরালা আবাসিক এলাকার জেসমিন ইসলাম (৫২), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কুলসুম (২৬), সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের লাইলী (৬০), শেখপাড়া মেইন রোডের মো. আলী (৭৪), খালিশপুর ক্রিসেন্ট পাকা কলোনীর জাহাঙ্গীর আলম (৪৮), হাজী মহসিন রোডের মো. জাবেদ (৪০), খালিশপুর দক্ষিণ কাশিপুরের আ: গফ্ফার মল্লিক (৬০), রূপসার আলতাফ হোসেন লেনের মো. আশিকুর রহমান (২৫), বসুপাড়া লেনের মো. আবু নাসের (৬০), নিরালা আবাসিক এলাকার ১৩নং রোডের মো. আঃ জব্বার (৩২), দৌলতপুর পাবলার নূর আলম (২৩), লবণচরা এলাকার রাফেজা (২৫), খালিশপুরের মো. সেলিম (৫৫), রূপসার হাফিজুর রহমান (৪২), দৌলতপুরের মো. কামাল হোসেন (৩৬), রূপসা পাইকারী বাজারের মো. শাহিন মুন্সি, টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের শরীফ, খুলনা জেলা কারাগারের তুষার ইমরান (২৪), পুলিশ লাইন পূর্ব গলির অঞ্জন দাস (২৯), পুস্পিতা দাস (২৪), তেরখাদার পানতিতা এলাকার ওহিদুজ্জামান, শেখ আবু নাসের হাসপাতালের রাহেলা খাতুন (৪৩), কয়রার বামিয়া এলাকার আহম্মেদ মোর্তজা (২৪), পাইকগাছার শ্রীকন্ঠপুরের হিমা (২২), ১০/২ কেডিএ রোডের তুষার রায় (৫০), রূপসা স্ট্যান্ড রোডের মিসেস কবিতা (৫০), নগরীর নূরনগর এলাকার তকবির (২০), মো. শান্ত (২০), আসলাম হোসেন (৪৫), মো. রায়হান (৩২), মাইনুল ইসলাম (৩৭) ও শাহাদত (৬০), সোনাডাঙ্গা এলাকার মাহমুদা খাতুন (৬০), বানরগাতি এলাকার রুহুল আমিন (৪০), ছোট বয়রা এলাকার মো. গাউসুল আজম (৩৭), আভা সেন্টারে থাকা পল্লব কুমার দাস (২২)।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সোমবার দুপুর পর্যন্ত খুলনায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ৪০৮ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ৪২ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা হলো ৪৫০ জন।
বিভাগের দশ জেলার মধ্যে আক্রান্তের দিক থেকে খুলনাই শীর্ষে। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন