৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৪৫

শিরোনাম

কয়রায় মোহসিন রেজা চেয়ারম্যান, মেহেদী ও নাসিমা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: জুন ১০, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি:

কয়রা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৭ কেন্দ্রে তিনি মোটরসাইকেল প্রতিকে ৩৫৯২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ২৭৩১৬ ভোট। জিএম মোহসিন রেজা ৮৬১১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। অপর আরেক প্রার্থী অনাদী সানা ঘোড়া প্রতিকে ৮৩১১ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডঃ মেহেদী হাসান ২৪০৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এ্যাডঃ আরাফাত হোসেন পেয়েছেন ১৯৩৬৩ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসিমা আলম। তিনি ৩৩৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী নিলীমা চক্রবর্তি পেয়েছেন ১৬৭১৭ ভোট। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি রির্টানিং কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, এ বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন