৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:২৫

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

কোভিড ভ্যাকসিন: খুলনা নগরীতে প্রথম দফায় লক্ষাধিক মানুষকে গণটিকা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

করোনা প্রতিরোধে খুলনা মহানগরী এলাকায় প্রথম দফায় এক লাখ ১৬ হাজার ৬শ’ মানুষকে টিকা দেওয়া হবে।
১৮ বছরের উর্দ্ধে নারী পুরুষ টিকার সুযোগ পাবেন। আগামী ৭ থেকে ১২ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন এলাকায় গণটিকার প্রথম দফা কার্যক্রম শুরু হচ্ছে।

হাসপাতালের চাপ কমাতে টিকাদান কার্যক্রম দ্রুততম করতে কেসিসির ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে ৩টি করে কেন্দ্রে এ কর্মসূচি শুরু হবে। এখানে শুধুমাত্র মর্ডানার টিকা দেওয়া হবে। ওয়ার্ড অফিস ছাড়াও প্রাথমিক বিদ্যালয় ও কাউন্সিলরের পছন্দমত জায়গায় কেন্দ্র খোলা হবে।প্রতিটি কেন্দ্রে ২জন ভ্যাক্সিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন।

কেসিসির নিয়ন্ত্রণে ২৪ হাজার ৩৯ ডোজ মর্ডানার টিকা মজুদ রয়েছে। আজ বুধবার সকাল থেকে নগরবাসীকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে। নগরবাসী দ্রততম সময়ের মধ্যে টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

সকাল ৯টা-বেলা ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দুরত্বে অবস্থান করে কেন্দ্রে আসতে কেসিসির পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।সাথে আনতে হবে,জাতীয় পরিচয়পত্রের মুল ও ফটোকপি। শনিবার নাগাদ নগর স্বাস্থ্যভবন, খালিশপুর লাল হাসপাতাল, দৌলতপুরস্থ স্বাস্থ্য কেন্দ্র ও তালতলা হাসপাতাল থেকে ভ্যাক্সিন সরবরাহ করা হবে।

কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, প্রতিটি কেন্দ্রে কমপক্ষে প্রতিদিন ২শ’ নারী পুরুষকে টিকা দেওয়া হবে। সে হিসেবে ১২ আগস্ট পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬শ’ নগরবাসী এ সুযোগ পাবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন