২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:১৬

কপিলমুনিতে মাস্ক যুদ্ধ এ্যাকশনে প্রশাসন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজা, কপিলমুনি থেকেঃ

পাইকগাছা উপজেলা প্রশাসন করোনার দ্বিতীয় ধাপ সামাল দিতে মাস্ক, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ম মানার অভিযান শুরু করেছে।

এমন ধারাবাহিকতায় খুলনার কপিলমুনিতে সাপ্তাহিক হাটের দিন রবিবার সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত পর্যন্ত ১৫/২০ জন জনসাধারণ, দোকানদারকে ৫০/১০০/২০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাতুল আলমের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত।।

একই সাথে ৫০/৬০ জন ব্যাক্তিকে মাস্ক বিতারণ করেন তিনি।  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাতুল আলম বলেন, আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে মাস্ক অবশ্য পরিধান করতে হবে।

এ সময় স্থানীয় চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার, কপিলমুনি পুলিশ ফাঁড়ির আইসি সঞ্জয় দাশ সহ সঙ্গীয় ফোর্স ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন