১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৪১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা ঝিনাইদহে তিন চরমপন্থী হত্যার ঘটনায় আটক ২ খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ অস্ত্র ও বোমাসহ গ্রেফতার লবণচরা থানার কড়া নজরদারীতে প্রায় দেড় মণ গাঁজাসহ আটক-২

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আওতাধীন খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০ টায় নগরীর নতুনবাজারস্থ আভা সেন্টারে খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার সিভিল সার্জন ডা. মোসাম্মৎ মাহফুজা খাতুন। এসময় আরও বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, এলাকার নেতৃবৃন্দ, অভিভাবক, যুব ও শিশু প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি ফুলি সরকার কর্মশালার উদ্দেশ্যসমূহ তুলে ধরে বলেন, খুলনা শহর এলাকার বিভিন্ন অংশীদারদের সাথে শিশু কল্যাণের বর্তমান চিত্র তুলে ধরা, শিশু কল্যাণের অগ্রাধিকারভিত্তিক সমস্যা নির্ধারণ করা, অগ্রাধিকারপ্রাপ্ত শিশুদের কল্যাণ সমস্যাগুলোর মূল কারণ আলোচনা, চিহ্নিত ও অগ্রাধিকার নির্ধারণ করা, কর্মসূচি বাস্তবায়নের জন্য কর্ম এলাকা অগ্রাধিকার নির্ধারণ করা ও অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ পরিকল্পনা তৈরি করা।
দ্বিতীয় সেশনে কর্মশালায় উপরোক্ত বিষয়ের উপর অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে সমস্যাগুলির অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব বিবেচনা করা হয় এবং সেই অনুযায়ী অংশগ্রহণকারীদের ৫টি দলে বিভক্ত করে উক্ত বিষয়ের উপর আলোকপাত করা হয়। যা কর্মশালার দ্বিতীয় দিনে সম্পন্ন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন