১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:০১

শিরোনাম

আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

আজ শুক্রবার তিনি বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সর্বশেষ র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি আইজিপির দায়িত্ব গ্রহণের পর এম খুরশীদ হোসেন র‍্যাবের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

গত ২২ সেপ্টেম্বর তাদের নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

২০২০ সালের ১৫ এপ্রিল থেকে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত বছর ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ ও নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ র‍্যাবের ৭ বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন