৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৩১

শিরোনাম

অমিতাভ বচ্চনের করোনা শনাক্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

  • শেয়ার করুন

করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই এই কথা জানিয়েছেন বিগ বি।

টুইটারে জানান, তিনি করোনা পজিটিভ। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সম্প্রতি তার সংস্পর্শে যাওয়া সবাইকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

এরই মাঝে তার পরিবার ও বাড়িতে যারা কাজ করেন তাদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও অন্যদের ফল জানা যায়নি।

অমিতাভ বচ্চন মুম্বাইয়ে বসবাস করেন। ভারতের এ শহরটি করোনার অন্যতম হটস্পট। মুম্বাইয়ে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবরেও অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ছিলেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন