২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ‘লাইফ সাপোর্টে’

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০

  • শেয়ার করুন

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থার অবনতি হয়েছে।

তিনি এখন ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।

বুধবার রাতে এক ভিডিও বার্তায় এই চিকিৎসক বলেন, “ব্যারিস্টার রফিক-উল হক স্যার হাসপাতালে ভর্তি আছেন। আজ তার সপ্তম দিন চলছে। গতকাল থেকে তার অবস্থার অবনতি হয়েছে। রাত ১২টার পর থেকে তার অবস্থা খুব জটিল হয়ে গিয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল। হঠাৎ করে স্যার সেপটিক শকে চলে গিয়েছিলেন। প্রেসার কমে গিয়েছিল। অক্সিজের স্যাচুরেশন কমে গিয়েছিল। সাথে সাথে স্যারকে ইনটিউভেশন করে করে ভ্যান্টিলেটরে দেওয়া হয়েছে। স্যার এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।”

তিনি বলেন, “স্যারের অবস্থা একটু জটিল। যেহেতু স্যারের ইউরোস্যাপসিস এবং লাংয়ে ইনফেকশন, দুই ধরনের ইনফেকশন ছিল, রক্তশূন্যতা ছিল, স্ট্রোক করেছিলেন, শরীরের অ্যালবুমিন কমে গিয়েছিল, এই সবকিছু মিলিয়ে স্যারের অবস্থা প্রথম দিকে একটু উন্নতি হলেও আবার অবনতি হয়ে গিয়েছে।”

তবে রফিক-উল হক এখনও সাড়া দিচ্ছেন জানিয়ে ডা. নাহিদ বলেন, “স্যার এখনও বেশ কনশাস। রেসপন্স করছেন ভাল। আমরা কথা বললে স্যার ইন্টারেকশন করছেন।

“লাইফ সাপোর্টে দেওয়ার পরে স্যারের অন্যান্য প্যারামিটারগুলো একটু স্বাভাবিক। ব্লাড প্রেশার পালসরেট নরমাল আছে। জ্বর আর আসেনি, তাপমাত্রাও স্বাভাবিক আছে।”

৮৫ বছর বয়সী রফিক-উল হককে গত বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে।

১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল তাকে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক।

ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন